সিলেটে নিবন্ধন করলেও প্রবাসীরা জানেন না টিকা কবে
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৫:০৫:৫৩
সিলেটে পাসপোর্টে ভিসা লাগানো এমন ৮৪৬ জন প্রবাসী করোনার টিকার জন্য নাম নিবন্ধন করেছেন গত তিন দিনে। শুক্রবার থেকে গত তিন দিনে কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে তারা এ নিবন্ধন করেছেন।
কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেটের উপসহকারী পরিচালক মো. মাহফুজ উল আদিব এ তথ্য দিয়েছেন। তবে টিকা কবে পাবেন প্রবাসীরা তা তিনি নিজেও জানেন না।
সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নিবন্ধন চলে। সেখানে গত শুক্রবার ২৫ জন, শনিবার ৩৬৪ জন ও গতকাল রোববার ৪৫৭ জন বিদেশ গমনেচ্ছু নিবন্ধন করেন।
উপসহকারী পরিচালক মো. মাহফুজ উল আদিব বলেন, আমরা তালিকা করে ঢাকায় পাঠাচ্ছি তবে টিকা কবে দেয়া হবে সেটা আমরা জানি না।