সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনে সোয়া ২ লাখ টাকা জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২১, ১:২৭:১০
স্টাফ রিপোর্টার : সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সিলেটে অমান্য করায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ১৮৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্ণব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরী ও ১৩ উপজেলায় জেলা প্রশাসনের ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম সহযোগিতা করে।
প্রথম দিন বৃহস্পতিবার ১৭২ মামলার বিপরীতে ২ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এদিকে, মহানগর পুলিশ নগরীর বিভিন্ন চেকপোস্টে ও টহলের সময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১১৬টি যানবাহন আটক করে।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের রাতে এ তথ্য জানান।
তিনি জানান, লকডাউনের দ্বিতীয় দিন ১০টি সিএনজি অটোরিকশা, ৬৭টি মোটরসাইকেল, ১১টি প্রাইভেটকার ও ৩টি অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মামলা হয়।
এছাড়া ১৩টি সিএনজি অটোরিকশা, ৫২টি মোটরসাইকেল, ৯টি প্রাইভেটকার ও ৪২টি অন্যান্য যানবাহন আটক করা হয়। প্রথমদিন ৫৭টি মামলা ও ১৩৫টি যানবাহন আটক করেছিল মহানগর পুলিশ।