দ্বিতীয়বার করোনা আক্রান্ত এমপি আবু জাহির
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৮:৫৭:০৬
হবিগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
করোনার টিকা দুই ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
শুক্রবার (০২ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। এরপর সারা দেশে করোনার টিকার উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে টিকা নেন। পরে টিকার দ্বিতীয় ডোজ নেন।
সংসদ সদস্য আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ বলেন, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।