ব্রিটেনে করোনা টিকার ‘বুস্টার ডোজ’ শুরু সেপ্টেম্বর থেকে
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৮:০৬:৫৫
দুই ডোজ টিকা দেয়ার পরও লাখ লাখ ব্রিটেনবাসীকে বুস্টার ডোজ হিসেবে করোনার তৃতীয় ডোজ দেয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য। বয়স্ক ও দুর্বল নাগরিকদের এই ডোজের আওতায় আনা হবে।
শীতের আগে করোনার নতুন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়ানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি।
ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সার্ভিস (এনএইচএস) করোনার টিকা দানের এই বর্ধিত কর্মসূচির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। স্বাস্থ্য এবং সামাজিক তত্ত্বাবধান মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, সেপ্টেম্বর থেকে এই বর্ধিত টিকাদান কর্মসূচি শুরু করার জন্য এনএইচএস-এর সঙ্গে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, আমাদের প্রথম টিকাদান কর্মসূচি দেশে স্বস্তি এনেছে। তৃতীয় টিকাদান কার্যক্রমের মাধ্যমে সেটাকে সুরক্ষিত করা হবে।
এক্সপ্রেস নিউজ পেপার স্বাস্থ্যবিভাগের বরাত দিয়ে জানিয়েছে, জয়েন্ট কমিটি অব ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিসেশন-এর (জেসিভিআই) পরামর্শ অনুযায়ী বার্ষিক টিকাদান কর্মসূচির পাশাপাশি এই কার্যক্রম চলবে ।
ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাবি বলেন, করোনার টিকাদান কর্মসূচিতে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। ৮৫ শতাংশ বয়স্ক মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছেন। উভয় ডোজ পাওয়া লোকের সংখ্যা ৬২ শতাংশ।
এই সাফল্য ধরে রাখতে আমরা এখন আমাদের দুর্বল প্রতিরোধ শক্তির বয়সী মানুষদের বুস্টার ডোজ দেয়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি। শীত শুরু হওয়ার আগেই এটা শেষ করব আমরা।
ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলেছেন, ব্রিটেনে এ ধরনের তিন কোটি নাগরিক রয়েছেন, যাদের তৃতীয় ডোজ টিকার জন্য বিবেচনা করা যেতে পারে। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব সবাইকে এবং এর চেয়ে কমবয়সী দুর্বল প্রতিরোধ শক্তির নাগরিকদের চিহ্নিত করে এই টিকা দেয়া হবে বলে মন্ত্রী জানান।
বুস্টার ডোজে কোন ধরনের টিকা ব্যবহার করা হবে অবশ্য তা উল্লেখ করা হয়নি।