গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২১, ৮:২৭:৪১
গোলাপগঞ্জে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) আড়াইটার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো ফতেপুর (বন্দরপাড়া) গ্রামের রিপন আহমদের মেয়ে মারিয়া (৬) ও কল্পনা (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের কোনো এক সময় দুই শিশু কন্যা মারিয়া ও কল্পনা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে জমে থাকা পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজতে গিয়ে জলাশয়ে দুজনকে ভাসতে দেখেন। একসাথে দুই শিশু কন্যার মৃত্যুতে মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরীর মঙ্গলবার (২৯ জুন) রাত ৭টায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।