স্বর্ণের দাম ভরিতে কমল দেড় হাজার টাকা
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২১, ১:৫০:২৪
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার টাকা কমছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে হবে ৭১ হাজার ৯৬৭ টাকা ভরি। নতুন দর কাল রবিবার থেকে কার্যকর হবে।
শনিবার রাত সোয়া নয়টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ গত ২৩ মে স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৪১ টাকা। গত বছর ৬ আগস্ট দেশে স্বর্ণের দাম ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়েছিল।
রবিবার থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৯৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।