বানিয়াচংয়ে পুকুরে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২১, ২:৫১:২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দেশমুখ্য পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, নূর মিয়ার কন্যা তাসপিয়া (৮) ও নূর ফল মিয়ার কন্যা নুসরাত (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তাসপিয়া ও নুসরাত মা-বাবার অনুমতি নিয়ে বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। গোসল থেকে আসতে দেরি করায় মা বাবাসহ অন্যরা পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে ২ বোন একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পানির নিচে পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জে প্রেরণ করা হয়েছে। তবে, শিশুদের অভিভাবকরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন।