চীনের উপহারের ৬ লাখ ভ্যাকসিন ঢাকায়
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২১, ৭:৩৪:৪২
চীনের উপহার করোনা ভাইরাসের প্রতিরোধে সিনোফার্মের ৬ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে।
আজ বিকেল সাড়ে পাঁচটায় বিমানবাহিনীর দুটি বিশেষ উড়োজাহাজ বঙ্গবন্ধু ঘাঁটি কুর্মিটোলায় এসে পৌঁছায়।
এর আগে ১৩ জুন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে ভ্যাকসিন আসার বিষয়টি জানিয়েছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে (১২ জুন) বলা হয়েছিল, বিমান বাহিনীর দু’টি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে ভ্যাকসিন আনার জন্য ঢাকা ত্যাগ করবে। সেই বিমানেই ভ্যাকসিন ঢাকায় এসেছে।
গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ ভ্যাকসিন উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। এরপর চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।