সুনামগঞ্জে সাবেক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ১২:০৫:৪৯
সন্তানের মুখ দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে আবুল বাশার নামে সাবেক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে তালাকপ্রাপ্ত প্রাক্তন স্ত্রী ও তার স্বজনরা।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাগেরগাঁও গ্রামে প্রাক্তন স্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
তালাকপ্রাপ্ত স্ত্রী ও শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ করেছেন আহত সাবেক স্বামী আবুল বাশারের পরিবার। আহত আবুল বাশার (২৮) সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের ডা. মো. হোসেন আলীর ছেলে। তিনি এলাকার মঙ্গলকাটার মুদি দোকানদার।
এ ঘটনায় আজ রোববার দুপুরে আবুল বাশারের প্রাক্তন স্ত্রী জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাগেরগাঁও গ্রামে নাজমুন নাহার (২৫), সিদ্দিক মিয়া (৫৫) ও আয়েশা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। আহত আবুল বাশারকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।