‘লকডাউনে’ দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ৫:৩৫:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের বিস্তার রোধে দেওয়া চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বাসসকে এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।’
এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন তথা কঠোর বিধিনিষেধ বাড়িয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।