করোনা আক্রান্ত আমান উল্লাহ আমান : স্কয়ার হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৫:৩১:১৫
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। শনিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আমানের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। এই বিএনপি নেতার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানিয়েছেন মুনির হোসেন।
এদিকে আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী মো. উজ্জ্বল বিকেলে বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তার সিটি স্ক্যান করা হচ্ছে। সিটি স্ক্যান রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’
তিনি বলেন, ‘গত শুক্রবার গভীর রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তেমন কোন জটিলতা নেই।’
এর আগে গত শুক্রবার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন আমান। রাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে।