বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ৫:২৭:৩৫
হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।
এসময় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বসতঘর থেকে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।