নগরজুরে ঢিলেঢালা লকডাউন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৭:২৪:২০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিন সিলেট নগরে পালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে। প্রধান সড়কের পাশের বিপণী বিতান, মার্কেট ও শপিংমল ছাড়া কার্যত প্রায় সব প্রতিষ্ঠানই খোলা রয়েছে। কিন্তু উপস্থিতি তুলনামূলক কম। তবে কাঁচাবাজার ও অলিগলির চেহারা স্বাভাবিক। কেবল বিমান, ট্রেন, দূরপাল্লার বাসসহ গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলেছে।
এদিকে, সিলেটে অফিস-আদালত খোলা রয়েছে। তবে উপস্থিতি ছিল কিছুটা কম।
মঙ্গলবার ভোর ৬টা থেকে সরকার ঘোষিত ‘লকডাউন’র দ্বিতীয় দিন শুরু হয়।
এদিকে, প্রথমদিনের মতোই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা-সিএনজিচালিত অটোরিকশা-মোটরবাইকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। কাউকে কাউকে হেঁটেও রওনা হতে দেখা গেছে বিভিন্ন স্থানে। কেননা রাস্তায় থাকা রিকশা-অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া চাচ্ছেন।