মধুচন্দ্রিমায় সৎ মেয়েকে সঙ্গে নিলেন দিয়া
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ৩:৩৬:১৬
মধুচন্দ্রিমায় স্বামী বৈভব রেখির সঙ্গে মালদ্বীপে পাড়ি দিয়েছেন বলিউড তারকা দিয়া মির্জা। ৩৯ বছর বয়সী অভিনেত্রী ভ্রমণের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন।
সাদা ম্যাক্সি পোশাকের সঙ্গে মাথায় গ্রীষ্মের জন্য টুপি পরে ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে দিয়া জানিয়েছেন, তপ্ত রোদে নির্জন দ্বীপে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। সেই ছবি তুলেছেন স্বামী বৈভব রেখি। সেই কথা ক্যাপশনে জানাতে ভোলেননি তিনি।
তবে হানিমুনে দিয়া-বৈভব একা নন। তাদের অন্য সঙ্গী চমকে দিয়েছে অনেককে।
সৎ মেয়ে সামাইরার সঙ্গেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অনেককেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা।
১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দিয়া মির্জা ও ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের সাদামাটা বিয়ের অনুষ্ঠান। বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। এই বিয়েতেও হাজির ছিল বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামাইরা। শুধু তাই নয়, দিয়ার হাত ধরে মণ্ডপে হাজির হয় সে।
বৈভব রেখি ও তার প্রথম স্ত্রী ফিটনেস কোচ সুনয়নার মেয়ে সামাইরা। বৈভবের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন সাবেক স্ত্রী। সামাইরার পরিবারের পরিসর আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে, এমনই জানিয়েছেন সুনয়না।