২৫ মার্চ : আলো নিভিয়ে হত্যাযজ্ঞের বিভীষিকা স্মরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ১১:৪৯:১৩
আলো নিভিয়ে বাঙালি জাতির ওপর পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিভীষিকা স্মরণ করেছে দেশ। বৃহস্পতিবার রাত ৯টায় দেশের বিভিন্ন স্থানে এক মিনিটের জন্য নেভানো হয় বৈদ্যুতিক বাতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৯টায় টিএসসি এলাকায় সড়কবাতিসহ গুরুত্বপূর্ণ স্থাপনার বাতিগুলো এক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ সময় মোম জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন অনেকে।
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজে একাডেমিক ভবন ও মাঠের বাতিগুলো রাত ৯টার পর এক মিনিটের জন্য বন্ধ রাখা হয়।
এ রাতের বিভীষিকার কথা স্মরণ করতে গিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মুফিদুল বলেন, ৫০ বছর আগে এই রাতে সূচিত হয়েছিল ২০ শতকের ঘৃণ্যতম হত্যা অভিযান। অপারেশন সার্চলাইট নাম দিয়ে পাকিস্তানি সুসংগঠিত বাহিনী এই রাতে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালি জাতির ওপর। জাতির মুক্তির স্পৃহা রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়ার মহা আয়োজন। এর পরে নয়মাস জুড়ে যে নৃশংস হত্যাযজ্ঞ কৈরা হয় তা তৈরি করে রক্তের মহাসমুদ্র।