জগন্নাথপুরে পুলিশকে মেরে ডাকাতি মামলার আসামি ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২১, ৫:৩০:০৭
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের উপর হামলা করে ডাকাতি মামলার আসামি আব্দুল হাসিমকে (৪৫) কে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ মার্চ) উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিটাভরাং গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় রোববার রাতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাসিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল নিয়ামুল রোববার সন্ধ্যায় ডাকাতি মামলার আসামি হাসিমকে গ্রেপ্তার করেন। এ সময় আসামির লোকজন এসে পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় গুরুতর আহত হন এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মিয়ামুল। তিনজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।