হবিগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২১, ৫:০৬:৪৯
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ট্রলি উল্টে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবাজুল মিয়া উপজেলার জাতুকুর্ণপাড়া মহল্লার আল আমিন মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ে যাওয়ার পথে ট্রলিটি সুটকি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ওই ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গেলে চালক সাবাজুল গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।