বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের নিয়ে যুক্তরাজ্যে ‘একুশে আমরা’
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৬:১০:১৭
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের নিয়ে সম্প্রতি ভিন্নধর্মী এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পেন্সিল যুক্তরাজ্য আয়োজিত ‘একুশে আমরা’ নামের সরাসরি অনুষ্ঠানটি প্রচার হয়েছে ২০ ফেব্রুয়ারি। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে চলে প্রায় তিন ঘণ্টা।
এ সময় শিশুরা নিজেদের পরিবেশনা দিয়ে অনলাইনে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অংশ নেয় কিয়ারা, উদয়, আরওয়া, ঈশরা, প্রিয়ন্তি, শ্রেয়সী, সারাহ, সায়ন, আবিদ, নাফাসাত নুর, আজওয়াদ, আরভিন জামান, নাভিদ, জায়না, তাজরিয়ান রাহমান তেহজীব, অচিরা, পারিশা, তাইজিন রাহমান তুরহান, দেবজিৎ, অভ্রজিত, তাসমিয়া, নাবিহা, ইফা, নুরশাহ, নওসাবা সোহা, আজরিন, আয়াত, মানহা নূর, আবিয়ান আয়াজ, সামিন ও নাবিহা। দুই বছরের মায়ান মায়ের সঙ্গে কোলে বসে দ্বৈতগান গেয়ে অংশ নেয়।
শেষ পরিবেশনায় ছিল শিল্পী কাফি মাহমুদের দুই সন্তান সামিন মাহমুদ ও নাবিহা মাহমুদ। তারা সংক্ষেপে একুশের ইতিহাস শোনায় ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির অনবদ্য উপস্থাপনা হাজির করে।
এই ভার্চুয়াল প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল— ভালো করে কথা বলতেই শেখেনি এমন শিশুরাও অনুষ্ঠানে অংশ নিয়েছে। এখানে হাতেখড়ি হয়েছে নিজের ভাষা ও শেকড়ের সঙ্গে।
এভাবে বিলেতের আবহাওয়ায় বেড়ে ওঠা ত্রিশ শিশু-কিশোরের কবিতা আবৃত্তি, নাচ, গান, গল্প বলা, একুশের কথামালা শুনে মা-বাবা খুবই গর্বিত বলে জানান। আশ্বস্ত হয়েছেন এই জেনে যে, পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতি ও ভাষার সুধা ছড়িয়ে দিতে পেরেছেন অনেকখানি। আয়োজকদের তারা ধন্যবাদ জানান।
পুরো আয়োজনের পরিকল্পনায় ছিলেন তাসলিমা শাম্মি ও রেশমি মোহাম্মদ রফিক। উপস্থাপনায় তানিয়া রাহমান ও রওশন জাহান সিমি। সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন পেন্সিল যুক্তরাজ্য প্যানেল।
অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল লতিফের ছেলে জনপ্রিয় লেখক ডা. এশরার লতিফ। তিনি পেন্সিল ইউকে ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ও পেন্সিল যুক্তরাজ্য গ্রুপের অ্যাডমিন।