করোনার টিকা নিলেন শেখ রেহানা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৩:৫০
করোনার টিকা নিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা।
বুধবার সকালে শেখ রেহানা টিকা নেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি একটি ছবিও পোস্ট করেন।
বাংলাদেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত দেশে প্রায় ২৫ লাখ নারী–পুরুষ টিকা নিয়েছেন। আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৬ লাখের বেশি মানুষ।