সিলেটে ট্রাক কেড়ে নিল আরেকটি প্রাণ
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:৫০:৩৭
সিলেট শহরতলীর টুকেরবাজারের তেমুখীতে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রাকচালককে আটক করেছে জালালাবাদ থানার পুলিশ ।
নিহতের নাম স্বপন কুমার শর্মা (৩৮)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের সতিজি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলা এলাকায় বসবাস করে আসছিলেন। সিলেটে তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। নিহত স্বপন বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ নম্বরের ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর স্বপন মোটরসাইকেলযোগে সুনামগঞ্জের জাউয়াবাজারে যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্র ট্রাকটি এতে ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে যান এবং পাথরবোঝাই ট্রাকটির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, তেমুখীতে ট্রাকচাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও এর চালককে আটক করে থানায় নিয়ে গেছে। আর নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।