কানাইঘাটে পৌর মেয়র হলেন নৌকার লুৎফর রহমান
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৮:২৬
কানাইঘাট পৌর নির্বাচনে ৩৮৩২ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র নৌকা প্রতীকের লুৎফর রহমান।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পর পর তিন বার পরাজিত স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের সুহেল আমিন পেয়েছেন ৩৬৮৬ ভোট। বর্তমান মেয়র নারিকেল গাছ প্রতীকের নিজাম উদ্দিন পেয়েছেন ৩০৭৩ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুল হক পেয়েছেন ২৫১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের কাওছার আহমদ পেয়েছেন ৫৭৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা নজির আহমদ পেয়েছেন ২১২ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হাসনাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
কানাইঘাট পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ১৯ হাজার৪২৭টি ভোটের মধ্যে কাস্ট হয় ১৩ হাজার ৮৯১টি।