এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৬:৫৪:১৮
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে পরীক্ষা ছাড়াই ঘোষণা করা হয়েছে এইচএসসি ও সমমানের ফল।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, এর আগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় পরীক্ষা ছাড়াই আজ ঘোষণা করা হলো এইচএসসি ও সমমানের ফল।