তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে ৮৫০ রোহিঙ্গার যাত্রা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৫:০৮:১৬
তৃতীয় দফায় স্বেচ্ছায় আরও ৮৫০ রোহিঙ্গা উখিয়া কলেজ মাঠ থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের ১৬টি বাসে করে চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা দেন। বিষয়টি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখান থেকে শুক্রবার সমুদ্র পথে জাহাজে করে নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের।
তা ছাড়া আগামীকাল শুক্রবার আরও কিছু রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। তৃতীয় দফায় প্রায় ৩ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের কথা রয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর কক্সবাজারের শরণার্থীশিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গিয়েছে।
এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ভাসানচরে গিয়েছে ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা।