বানিয়াচংয়ে কলেজ ছাত্র খুন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২১, ৬:১৩:০৯
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে তানভীর আহমেদ (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বড়ইউড়ি গ্রামের মজিদ মিয়ার ছেলে। নিহত তানভীর হবিগঞ্জ জেলা শহরের একটি কলেজে লেখাপড়া করতেন। তবে প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।
শনিবার রাতে তার লাশ উদ্ধারের করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, তানভীরের বাবা মজিদ মিয়ার সঙ্গে একই গ্রামের আহম্মদ আলীর বিরোধ ছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। পুরোনো বিরোধকে কেন্দ্র করে আহম্মদ আলীর লোকজন তানভীরকে কুপিয়ে হত্যা করেছে।