হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ দু’জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ৩:২৪:৩৯
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় আজ শুক্রবার সকালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার (৩৫) ও ময়মনসিংহের অধিবাসী জুলহাস উদ্দিন (৫০)।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে হবিগঞ্জ শহর থেকে একটি অটোরিকশা জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কাছে পৌঁছালে চুনারুঘাট থেকে হবিগঞ্জ শহরমুখী পানবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এর যাত্রী হবিগঞ্জ সদর জেলা হাসপাতালের চিকিৎসক ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতিয়াইন গ্রামের অধিবাসী দীপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহের শ্রীপন গ্রামের অধিবাসী জুলহাস উদ্দিন প্রাণ হারান। জুলহাসের ছেলে হবিগঞ্জ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। ছেলেকে দেখতে তিনি হবিগঞ্জ এসেছিলেন। আজ বাড়িতে ফিরতে গিয়ে তিনি এ দুর্ঘটনায় প্রাণ হারান। জুলহাস পেশায় একজন শিক্ষক ছিলেন।
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব প্রথম আলোকে জানান, অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চিকিৎসকসহ দুজন নিহত হন। পুলিশ তাঁদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হবিগঞ্জ সদর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।