হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২০, ৫:৫৫:৪৩
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে। এতে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
সোমবার সকালে ৯টা ২০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান কাসেমীর ছোট ছেলে মুফতি জাবেদ কাসেমী।
এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশের সড়ক এবং বায়তুল মোকাররমের উত্তর গেইটের সড়ক বন্ধ হয়ে যায়।
জানাজার আগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেন, ‘উনি (কাসেমী) অন্যায়ের সঙ্গে আপস করেননি। হুমকি-ধমকির কাছে কখনো মাথা নত করেননি।’
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে কাসেমীর মৃত্যু হয়। ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছর বয়সী এই হেফাজত নেতা।
উত্তরার তুরাগ থানা এলাকায় জামিয়া সোবহানীয়া মাদ্রাসায় কাসেমীকে দাফন করার কথা রয়েছে।





