করোনায় মারা গেলেন বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ৫:৩০:২৩
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১ নভেম্বর নমুনা পরীক্ষার পর তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।





