বানিয়াচংয়ে ১৮৭০ কৃষককে বিনামূল্যে সার-বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২০, ১০:০২:৩৯
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বানিয়াচং উপজেলা চত্বরে ১৫টি ইউনিয়নের ১হাজার ৮শত ৭০জন কৃষকের মাঝে এসব সার বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, মৌলানা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান, সঞ্জয় বাবু, আবু হাসেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এ জেড এম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কাজে নিয়োজিত কন্ট্রাক্টর, ব্যবসায়ী এবং সমাজসেবক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।