ঘরের ছাদে উল্কা পড়ে কোটিপতি যুবক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২০, ১:৩২:০৩
ঘরের ছাদে উল্কা পড়েছিল, এতেই জীবন বদলে গেল এক যুবকের। রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি। ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটে।
ডেইলি মেইল জানায়, ঘরের ছাদে উল্কাপিণ্ড পড়ে রাতারাতি কোটিপতি হলেন ৩৩ বছর বয়সী জোসুয়া হুটাগালুঙ্গ।
সম্প্রতি নিজের বাড়ির কাছে একটি কফিন তৈরির কাজ করছিলেন উত্তর সুমাত্রার কোলাঙ্গ এলাকার বাসিন্দা জোসুয়া। আচমকা আকাশ থেকে দ্রুতগতিতে একটি উল্কা এসে তার বাড়ির টিনের ছাদ ফুটো করে ভেতরে এসে পড়ে।
জোসুয়া ঘরে গিয়ে দেখেন একটি বড় পাথরখণ্ডের মতো জিনিস তার ঘরের মেঝেতে অনেকটা গেঁথে রয়েছে। প্রচণ্ড গরম ছিল সেটি। পরে ঠান্ডা হলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার কাছে নিয়ে যান তিনি।
পাথরখণ্ডটি পরীক্ষা করে জানা যায়, সেটি সাড়ে চার বিলিয়ন বছরের পুরোনো একটি উল্কাপিণ্ডের অংশ। আর তার মূল্য হলো প্রতি গ্রাম ৮৫৭ ডলার। ২.১ কেজি ওজনের উল্কাটির দাম ১৮ লাখ ডলার হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৫ কোটি টাকার বেশি।
এ প্রসঙ্গে জোসুয়া বলেন, ওই বস্তুটি বিক্রি অনেক টাকা পাব বলে জানতে পেরেছি। সেখান থেকে কিছু টাকা নিয়ে এলাকায় একটা গির্জা তৈরি করব। আমার তিনটা ছেলে থাকলেও একটা মেয়ে নেই। আমি মনে করি উল্কাপিণ্ডটির মাধ্যমে এবার একটি মেয়ে পাওয়ার লক্ষণ দেখা গেল।