মৌলভীবাজারে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০, ১:২১:৩৪
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতামূলক র্যালি এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কার্যক্রমের সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।