হবিগঞ্জে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২০, ১২:৫০:১৮
হবিগঞ্জের মাধবপুরে ধানক্ষেত থেকে মনোয়ারা (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মীরনগর গ্রামে ওই গৃহবধূর বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ারা উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছিদ্দিক আলীর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’