ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বে দায়ী এনজিও: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২০, ১২:৩৬:৪০
বেশিরভাগ রোহিঙ্গা ভাসানচরে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা ও কিছু এনজিওর অতিরিক্ত খবরদারির কারণে স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
রবিবার রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে ৬ হাজার ৮০০ একর ঘিঞ্জি পাহাড় ও টিলায় বসবাস করছে। অতিবৃষ্টিতে যেকোনো সময় পাহাড়ধসে প্রাণহানি হতে পারে। তাছাড়া ক্যাম্পের রোহিঙ্গারা মাদক, মানব পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভাসানচর অনেক সুন্দর জায়গা। সেখানে আমার রিসোর্ট করার ইচ্ছা রয়েছে। রোহিঙ্গারা ভাসানচরে গেলে অর্থনৈতিক কার্যক্রম, চাষাবাদ ও পশুপালন করতে পারবে।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান, জাদুঘরের পরিচালক এআরএম আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।