র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ারকে প্রবাসী কল্যাণে বদলি
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২০, ১:৪৯:৫২
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করেছে সরকার।
সোমবার রাতে এ-সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রায় ছয় বছর ধরে একই দায়িত্বে থাকায় তাকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার। করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানের নেতৃত্বেও ছিলেন তিনি।
সারওয়ার আলম বলেন, পাঁচ বছর র্যাবে কর্মরত। তাই এ বদলি নিয়মিত বদলি।