স্ত্রীর পর করোনাভাইরাস আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২০, ১২:৫৫:৪৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও তার স্ত্রী নাসরিন আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুধবার স্যারের পজিটিভ শনাক্ত হয়েছে। ম্যাডামের আরো চার দিন আগে ধরা পড়েছে’।
রাশেদুজ্জামান জানান, মন্ত্রীর একান্ত সহকারী সচিব আহমেদ কবীরও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইন ঘাট, কোম্পানিগঞ্জ) আসন থেকে ছয় বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইমরান আহমদের স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ছিলেন।