ফের লকডাউনে ইংল্যান্ড
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২০, ৩:২৩:১৩
করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইংল্যান্ডে নতুন করে চার সপ্তাহের লকডাউন কার্যকর করা হয়েছে। এ সময় জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে দোকানপাট, রেস্টুরেন্ট, পাব ও জিম।
বিবিসি জানায়, ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত এই লকাডাউন চলবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ সময় মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। এমনকি বাসাবাড়ির বাইরে অংশ বা বাগানে চলাচলেও সতর্কতা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
বিধিনিষেধ ভাঙলে কড়া জরিমানা গুনতে হবে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার ব্রিটিশ পার্লামেন্টে লকডাউন আরোপের প্রস্তাবে সম্মত হন এমপিরা। এরপর বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে লকডাউন কার্যকর হয়।
লকডাউন আরোপের বিষয়ে বরিস জনসন বলেন, ‘দ্বিতীয়বারের মতো লকডাউন আমাদের কারওই প্রত্যাশা ছিল না। তবে এটিই আমাদের দেশের জন্য সর্বোত্তম ও নিরাপদতম পথ।’
এদিকে ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৪ হাজারে। এর মধ্যে বুধবার দেশটিতে নতুন ২৫ হাজার ১৭৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯২ জন।