কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে দুই চা শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ১২:৩২:৩৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন।
শুক্রবার বেলা ২টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা ঘটনার ৩ ঘণ্টা পর বিকেল ৫টায় দুই চা শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে।
নিহত দুই চা শ্রমিক হলেন- মোহন বাউরির ছেলে দুর্গা চরণ বাউরি (২৫) ও রাবন বাউরির ছেলে রাজু বাউরি (২৫)।
চা শ্রমিকরা জানান, বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে শুক্রবার সকালে দুইটি ছাগল পড়ে যায়। পড়ে যাওয়া ছাগল উদ্ধারে দুর্গা চরণ বাউরি ট্যাংকের নিচে নামেন। অনেকক্ষণ হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে দুর্গাকে উদ্ধার করতে গিয়ে রাজু বাউরি নিচে নেমে আর উঠে আসতে পারেনি। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজনই সেফটি ট্যাংকির মধ্যেই মারা যায়।
খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপকেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলকে অবহিত করেন। পরে কমলগঞ্জের ফায়ার সার্ভিস দলের সদস্যরা বিকেল ৪টায় ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দুর্গা পূজার আগেই বাগানের দুই চা শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
নাম প্রকাশ না করে চাতলাপুর চা বাগানের একজন ব্যবস্থাপক জানান, এ ঘটনার পর প্রাথমিকভাবে চা শ্রমিকরা উদ্ধারের চেষ্টা করেছিল। আরও দু’জন শ্রমিক সেফটি ট্যাংকে নামতে গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে। তারপরই ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলকে খবরটি জানানো হয়।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের কর্মকর্তা আব্দুল কাদির জানান, ঘটনার খবর পেয়ে তারা দূত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন।