সিলেটের ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২০, ৯:৪০:৫৯
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের ঘটনাটি এখন তদন্তে রয়েছে। সেখানে যে ঘটনাটি ঘটেছে তা মিডিয়ায় প্রচার হয়েছে। আমরাও দেখেছি। কোতোয়ালি থানাধীন কাস্টঘর এলাকা থেকে রায়হানকে ধরে আনা হয়েছিল। হঠাৎ করে সকাল ৬টার দিকে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান খান বলেন, তার ময়নাতদন্ত হচ্ছে কিংবা হবে- সেই অনুযায়ী এবং তার স্ত্রী যে মামলা করেছেন সবগুলো আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত হবে। তদন্ত অনুযায়ী অবশ্যই দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। এ বিষয়ে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করতে পারে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরকারের অবস্থান কঠোর বলে জানিয়ে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে করণীয় হলো, সুষ্ঠু তদন্ত। আমাদের সে চেষ্টা অব্যাহত থাকে সবসময়। আইনটি অধ্যাদেশে রূপ নিয়েছে। কার্যকর হলে এর আওতায় অপরাধ কমবে বলে আশা। যেখানে অসঙ্গতি থাকে, সেখানে বিকল্প ব্যবস্থা নেয়া হয়ে থাকে এবং সফলতাও আছে।