সিলেটে বাস উল্টে শিশুসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২০, ১:০৪:৪৭
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে শেরপুরগামী বাসটি সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকায় উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসটির একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়ে। ঘণ্টা-খানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করে।
এ সময় দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মধ্যে বাসের হেলপার আল আসগর (৩০) ও যাত্রী উর্মি (১৩) রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।