বাংলাদেশিদের পাচারের সময় ব্রিটেনে লরি ড্রাইভার গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ১২:২০:২৭
লরিতে করে ঝুঁকিপূর্ণভাবে দুই বাংলাদেশি অভিবাসীকে ব্রিটেন থেকে পাচারের সময় গাড়িটির ড্রাইভারকে গ্রেপ্তার করেছে ডোভার পুলিশ।
বিবিসি এবং দ্য সান জানিয়েছে, ওই লরিতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত এবং মিশরের আরও দুই নাগরিক ছিলেন।
ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিবৃতি অনুযায়ী, চারজনই পুরুষ যাত্রী। তাদেরকে ব্রিটেন থেকে বের করার উদ্দেশ্য ছিল রোমানিয়ান ড্রাইভারের।
ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টায় ডোভার বন্দরের ঠিক বাইরে পুলিশ গাড়িটি থামায়। এসময় গাড়ির পেছনের ট্রেলারে ওই চারজনকে পাওয়া যায়।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, অভিবাসীরা অবৈধভাবে ব্রিটেনে ঢুকেছিলেন।
অভিবাসন কর্মকর্তারা তাদের এখন জিজ্ঞাসাবাদ করছেন।
‘অবৈধ অভিবাসীদের’ সুযোগ দেয়ার অভিযোগে ৩৭ বছর বয়সী ওই ড্রাইভারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এনসিএ ব্রাঞ্চের কমান্ডার অ্যান্ডি নয়েস বলেছেন, ‘অপরাধীরা মানুষ পাচারের সময় তাদের সুরক্ষা অথবা যানবাহনের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই করে না। মানুষগুলোকে তারা শুধুমাত্র পণ্য হিসেবে বিবেচনা করে।’
‘এই কার্যক্রম থামাতে আমরা কাজ করে যাচ্ছি।’
‘নিঃসন্দেহে একটি বিপজ্জনক যাত্রা থেকে এ ক্ষেত্রে চারজনকে থামানো হয়েছে।’
ফ্রান্স থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে প্রতিবছর হাজার-হাজার মানুষ ব্রিটেনে পাড়ি দেন। চলতি বছরের আগস্ট পর্যন্তই নৌকায় করে দেশটিতে গেছেন প্রায় ৫ হাজার মানুষ।
করোনার ভেতরে গত সেপ্টেম্বরে অভিবাসী পাচারে রীতিমতো রেকর্ড হয়েছে। এই মাসে ছোট নৌকায় ১ হাজার ৮৮০ জন অবৈধভাবে প্রবেশ করেন!