এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১:১৪
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামী মাহফুজুর রহমান মাসুম (২৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে সিলেট জেলা ডিবি (উত্তর) ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তকে গ্রেফতার করে। সে এমসি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামের সালিক আহমদের ছেলে।
কানাইঘাট থানার সাব-ইন্সপেক্টর স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত মাহফুজসহ ৬জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- এম সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম ও মুল হোতা রাজ চৌধুরী রাজন।
এর আগে শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের সামনে গৃহবধূটিকে গণধর্ষণ করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ধর্ষকদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আর ওই দম্পতির ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়।
এরপর ধর্ষণের শিকার গৃহবধূকে রাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার ভিকটিমের স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।