মাধবপুরে বাস-পিকআপ মুখোমুখি সংর্ঘষে চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৬:৪৬
হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘর্ষে পিকআপ চালক নুরুল আমিন লিওন (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকার আর.এ.কে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক নুরুল আমিন লিওন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে কক্সবাজার থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস মাধবপুরের স্টার সিরামিক্স কোম্পানির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ বাঁধে। এতে পিকআপ ভ্যান চালক নুরুল আমীন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া উবয় গাড়ির আরও তিনজন আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থরে পৌঁছে নিহতদের লাশ ও গাড়ি দুটিকে উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।