রাজপরিবারকে টাকা ফেরত দিলেন হ্যারি-মেগান
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২০, ৯:২৬:০৯
বিয়ের পর রানির দেয়া বাড়ি সংস্কারের জন্য ব্যয় হওয়া টাকা ফেরত দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি।
ডয়চে ভেলে অনলাইন জানায়, ২০১৮ সালে বিয়ের পর হ্যারি ও মেগান দম্পতিকে উইন্ডসর প্রাসাদের কাছের ফ্রগমোর কটেজটি উপহার দেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
এর প্রয়োজনীয় সংস্কারে ব্যয় হয়েছিল ২৪ লাখ পাউন্ড বা প্রায় ২৭ কোটি টাকা। এই টাকা দেয়া হয়েছিল রাজ পরিবারের জন্য ব্রিটিশ জনগণের দেয়া করের তহবিল থেকে।
সোমবার হ্যারি-মেগানের এক মুখপাত্র জানান, ব্রিটিশ রাজ দম্পতিটি সেই অর্থ ফেরত দিয়েছেন। তবে বাড়িটি এখনো হ্যারি ও মেগানের নামেই থাকছে। যুক্তরাজ্যে গেলে তারা সেখানে অবস্থান করতে পারবেন।
ওই মুখপাত্র বলেন, ‘রানির সম্পত্তি ফ্রগমোর কটেজ সংস্কারে যেই টাকা খরচ হয়েছিল তার পুরোটাই দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে কটেজটি ডিউক ও তার পরিবারের যুক্তরাজ্যের বাসভবন হিসেবে এখনো থাকছে।’
গত সপ্তাহে এই দম্পতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন।
যদিও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত টাকার চুক্তি হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সাসেক্সের ডিউক ও ডাচেস ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারাতে বাড়িও কিনেছেন।
গত মার্চে যুক্তরাজ্য ছেড়েছেন বহু আলোচিত এই ব্রিটিশ রাজদম্পতি। প্রথমে তারা কানাডায় যান। এখন তারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করছেন৷
রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না।