সিলেটে করোনায় সিকৃবি অধ্যাপক ও আইনজীবীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৯:২৪
করোনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও সিলেট বারের এক আইনজীবী মারা গেছেন। এদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর সিদ্দিক করোনা আক্রান্ত হয়ে গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রফেসর ড. আবু বকর সিদ্দিক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। তিনি সিকৃবির মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্বপালন করে আসছিলেন।
অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের আইনজীবী শুভঙ্কর দাস চন্দনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলা আইনজীবি সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।