অস্ত্রোপচার সফল, শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১২:১১:২৩
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাত ৯টায় তার অস্ত্রোপচার শুরু হয় বলে হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক জানান। রাত ১১টার পরে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ওয়াহিদা খানমের অবস্থা এখন শঙ্কামুক্ত বলা যায়।
অস্ত্রোপচার শুরুর আগে তিনি বলেছিলেন, রাতে ওয়াহিদার আরেকটি সিটি স্ক্যানে দেখা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এই কারণেই তাকে রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অপারেশনে অংশ নেন অধ্যাপক ডা. রাজিউল হক, অধ্যাপক ডা. এহসান, অধ্যাপক ডা, জাহিদ, ডা. মাহফুজ ও ডা. আমীর।
এর আগে ইউএনও ওয়াহিদার সর্বশেষ অবস্থার কথা জানিয়ে চিকিৎসকরা বলেন, মাথার ভেতরে বাইরে দু’দিকেই রক্তক্ষরণ হয়েছে। যখন তাকে আমরা পাই তখন অবস্থা আরও গুরুতর ছিল। প্রয়োজনীয় স্যালাইন দেওয়া যাচ্ছিল না। তার গলার শিরায় স্যালাইন দেওয়া হয়েছে। উনার অবস্থা আশঙ্কাজনক। কোনো অবস্থাতেই তাকে আশঙ্কামুক্ত বলার সুযোগ নেই। এ ধরনের রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না। যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়।
বুধবার রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।
আহত ওয়াহিদা খানমকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে এয়ার অ্যাস্বুলেন্সে ঢাকার আনা হয়। ওয়াহিদার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।