যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু : শনাক্ত ১৭১৫
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ১:১৩:০১
যুক্তরাজ্যে গত মার্চ মাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১ জন। তবে, সাম্প্রতিক সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১৭১৫ জন।
এদিকে, আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় যুক্তরাজ্য জুড়ে দেখা দিয়েছে আতংক। এর মধ্যে আগামী মাস থেকে পুরোদমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চালুর ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা ।
এনএইচএস ইউ.কে জানিয়েছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যুবরণ করেছেন ১ জন। গতকাল শনিবার ছিলো ১২ জন ও শুক্রবার ছিলো ৯ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৯৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭১৫ জন। গতকাল শনিবার ছিলো ১১০৮ জন, শুক্রবার ছিলো ১২৭৬ জন ও বৃহস্পতিবার ছিলো ১৫২২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৪৬৭ জন।