বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে এনে বিচার করতে পারব : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ১২:৫৮:১৫
মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরও এক খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারবেন বলে বিশ্বাস করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদের একজনের ব্যাপারে আমরা কিছুটা আশাবাদী। এখনো এটা আইনের মারপ্যাঁচেই রয়ে গেছে। তবে এ ব্যাপারে যা করণীয়, সরকার সেই ব্যবস্থা নিয়েছে।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় রয়েছে সে বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিনজন কোথায় আছে বা কী নামে আছে তার সঠিক তথ্য নেই। আমরা সকল মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে আলাপ করেছি যাতে পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’
এর আগে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।