লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ১২:৫৪:২১
দারুণ এক গোলে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। পরে টাইব্রেকারে দলের জয় নিশ্চিত করা গোলটিও এল তার পায়ে। তাতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নিল আর্সেনাল।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে গত মৌসুমে এফএ কাপ জেতা আর্সেনাল।
ম্যাচের ১২ মিনিটে আর্সেনালকে লিড এনে দিয়েছিলেন আউবামেয়াং। লিভারপুলকে সমতা আনতে অপেক্ষা করতে হয়েছে ৭৩ মিনিট পর্যন্ত। সমতা ফেরানো গোলটি করেন তাকুমি মিনামিমো।
পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। যেখানে লিভারপুলের হয়ে গোল করতে ব্যর্থ হন রিয়ান ব্রুস্টার। আর্সেনাল সবগুলো শটেই গোল আদায় করে। সুবাদে নতুন মৌসুমে প্রথম শিরোপা ঘরে ওঠে দলটির।
আর লিভারপুর টানা দুটি কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে হেরে শিরোপা জেতা থেকে বঞ্চিত হলো। গত বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লিভারপুল।