৫ মাস পর মঞ্চে ফিরেছে নাটক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১০:৫৬:৩০
করোনা পরিস্থিতিতে ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার থেকে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে শুরু হয়েছে নাটকের মঞ্চায়ন। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় শূন্যন রেপার্টরি প্রযোজিত ‘লালজমিন’ নাটকের ২৪৪তম প্রদর্শনী হয়।
দীর্ঘদিন পর নাটকের মঞ্চায়ন ঘিরে নাট্যাঙ্গন ছিল উৎসব মুখর। ঢাকার বাইরে থেকেও নাটক দেখতে এসেছেন দর্শক। বিকেল থেকে মিলনায়তনের টিকিট কাউন্টারে ছিল দর্শকের ভিড়। দীর্ঘ বিরতির পর যেন প্রাণ ফিরে পায় নাট্যাঙ্গন।
করোনা পরিস্থিতির কারণে দর্শকের আসন বিন্যাসে ছিল কিছুটা পরিবর্তন। একটি আসনের সঙ্গে দুটি আসন করে ফাঁকা রাখা হয়। এ ছাড়া টিকিট কাউন্টার থেকে মিলনায়তন পর্যন্ত দর্শকের প্রবেশ পথ আগে থেকেই সেনিটাইজ করা হয়। দর্শককে আগে থেকেই মাস্ক ব্যবহারের জন্য আহ্বান জানায় শূন্যন রেপার্টরি’র সদস্যরা। দর্শকও মিলনায়তনে অবস্থান করে মাস্ক পরিহিত অবস্থায়।
‘লালজমিন’ নাটকের রচয়িতা মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। ২০১১ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। এরপর দেশে এবং বিদেশে নাটকটির মঞ্চায়ন হয়েছে। এটি দেশের সর্বাধিক মঞ্চায়িত একক অভিনীত নাটক।
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, “করোনা পরিস্থিতির কারণে মার্চ মাস থেকে আর নাটকের প্রদর্শনী করা সম্ভব হয়নি। অনেক দিন পর মঞ্চে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি, দর্শকের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে। এর জন্য আসন ফাঁকা রাখা, মিলনায়তন সেনিটাইজ করা হয়েছে। ঢাকার বাইরে থেকেও অনেক দর্শক এসেছেন নাটক দেখতে।”
মুক্তিযুদ্ধের সময় চৌদ্দ ছুঁই-ছুঁই এক কিশোরীকে নিয়ে ‘লালজমিন’ নাটকের গল্প। তার মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধ নিয়ে এগিয়ে চলে কাহিনি। মুক্তিযুদ্ধের সময় কিশোরীর জীবনে ঘটে গেছে ভয়ানক সব ঘটনা। কিশোরীর ধবধবে জমিন নয় মাসে কী করে একটা লাল জমিন হয়ে উঠল, তা নিয়েই এই নাটক।
স্বাধীনতা অর্জনই কেবল এ নাটকের সমাপ্তি দৃশ্য নয়, এরপরে যুক্ত হয়েছে বিগত সাড়ে চার দশকে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি, যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবাণে জর্জরিত করে।