সিলেটের দুই ল্যাবে পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ১২:০০:১৪
সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (২৫ আগস্ট) করোনা শনাক্তকরণ পরীক্ষায় এ বিভাগের ১৩৭ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০১ জন।
ওসমানীর ল্যাব সূত্র জানা গেছে, মঙ্গলবার হাসপাতালটির ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। এই ৩৬ জনের মধ্যে সিলেট জেলার ২৬, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ৩ জন।
অপরদিকে, শাবিপ্রবির করোনা শনাক্তকরণ ল্যাবে মঙ্গলবারের পরীক্ষায় সিলেট বিভাগের আরও ১০১ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে।
শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ওই ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০১টি রিপোর্ট পজিটিভ আসে।
পজিটিভ শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন।