সিলেট দাড়িয়াপাড়ায় সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১২:৫০:৫৯
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে সিগারেটের আগুন থেকে এ বাসায় অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।
সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালাকদার সিলেটভিউ-কে জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসার মালিক মো. গৌসুল আলম। বাসাটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা থাকেন।
যীশু তালাকদার বলেন, প্রাথমমিকভাবে জানা গেছে- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছেন আগুন নেভাতে চেষ্টা চালান। পরে তাদের সঙ্গে আরও দুইটি টিম যোগ দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন বলে জানা গেছে।